Arduino MCQ (Multiple Choice Questions) - Tech Pro - Rokibul Islam

Post Top Ad

Arduino MCQ (Multiple Choice Questions)

Share This

 

Arduino MCQ (Multiple Choice Questions)


প্রশ্নঃ এক কিলোওয়াট = কত হর্স পাওয়ার?

উত্তরঃ ১ কিলোওয়াট = ১.৩৪ হর্স পাওয়ার।


প্রশ্নঃ ১ হর্স পাওয়ার = কত হবে কিলোওয়াট?

উত্তরঃ ১ হর্স পাওয়ার = ০.৭৪৬ কিলোওয়াট।


প্রশ্নঃ RMS এর পূর্ণ অর্থ কি?

উত্তরঃ RMS এর পূর্ণ অর্থ হলো Root Mean Square.


প্রশ্নঃ DC এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি থাকে?

উত্তরঃ DC এর ক্ষেত্রে কোন পাওয়ার ফ্যাক্টর থাকে না।

কারণ এর ফ্রিকোয়েন্সি নেই,

এর মান শুন্য।


প্রশ্নঃ RTD এর পূর্ণ অর্থ কী?

উত্তরঃ RTD এর পূর্ণ অর্থ হলো Resistive Temperature Detector,


প্রশ্নঃ ইলেকট্রনিক্স কাজে কোন রেজিস্টর বেশি ব্যবহৃত হয়?

উত্তরঃ ইলেকট্রনিক্স কাজে কার্বন রেজিস্টর বেশি ব্যবহৃত হয়।


প্রশ্নঃ ডায়নামো কি ?

উত্তরঃ ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।


প্রশ্নঃ মেগার কি?

উত্তরঃ মেগার হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র।


প্রশ্নঃ কোন ট্রান্সফরমারের একটি মাত্র কয়েল থাকে?

উত্তরঃ অটো ট্রান্সফরমারের।


প্রশ্নঃ বাংলাদেশের জেনারেটিং ভোল্টেজ কত?

উত্তরঃ ১১ কেভি


প্রশ্নঃ আর এম এস এর মান কত ধরা হয়?

উত্তরঃ আর এম এস ভেলু=০.৭০৭ মেক্স


প্রশ্নঃ ট্রান্সফরমার মূলত কি কি জিনিস দিয়ে তৈরি?

উত্তরঃ ট্রান্সফরমার মূলত (১) প্রাইমারি কয়েল

(২) সেকেন্ডারি কয়েল

(৩) ম্যাগনেটিক কোর ইত্যাদি দ্বারা তৈরি।


প্রশ্নঃ ট্রান্সফরমার তৈলের কাজ কি?

উত্তরঃ(১) ইহা ট্রান্সফরমাকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

(২) ইহা ইনসুলেশনের কাজ করে।

এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি?

উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে।


প্রশ্নঃ গার্ড ওয়্যার কি?

উত্তরঃ গার্ড ওয়্যার হচ্ছে ট্রান্সমিশন লাইনের নিচের ব্যবহার করা তার যা আর্থের সঙ্গে লাগানো থাকে।


Arduino MCQ (Multiple Choice Questions)


No comments:

Post a Comment

Post Bottom Ad